খান মোহাম্মদ রুবেল হোসেন
লালমাই উপজেলার রহমত আলী মিয়াজি উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথে বসানো সৌর বিদ্যুৎ লাইট চুরির ঘটনা প্রায় দুই-তিন বছর আগে ঘটলেও আজও এই চুরির কোনো সঠিক তদন্ত হয়নি। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি আবার আলোচনায় এসেছে। সরকারি প্রকল্পের আওতায় স্থাপিত এই সৌর লাইটটি বিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় বসানো হয়েছিল শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদ চলাচলের জন্য। কিন্তু স্থাপনের কিছুদিন পরেই এটি রহস্যজনকভাবে চুরি হয়ে যায়। তখন থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ বিরাজ করছে। সম্প্রতি বিভিন্ন অনলাইন পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে পোস্ট ও শেয়ার করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তদন্ত শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের মতে, যেহেতু পূর্ববর্তী পরিচালনা কমিটির দায়িত্ব ছিল লাইটের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করা, সেহেতু সেই সময়কার কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত তথ্য বেরিয়ে আসতে পারে। তারা মনে করছেন—দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করাই এই মুহূর্তে জরুরি। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আহ্বান জানাই, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই গুরুত্বপূর্ণ জনসম্পদ চুরির ঘটনায় দ্রুত তদন্ত শুরু করা হোক এবং যিনি বা যারা এই অপরাধে জড়িত, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক।