বিশেষ প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর পক্ষ থেকে এবং দৈনিক সত্য প্রকাশ এর পহ্ম থেকে, দেশের অন্যতম পুরনো ও নির্ভরযোগ্য পত্রিকা ‘মাতৃজগত’-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ দুই যুগ ধরে মাতৃজগত পত্রিকা যেভাবে দেশ, জাতি ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে, তা প্রশংসার দাবি রাখে। এই পত্রিকা গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে এবং সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে।
তিনি আরও বলেন, “মাতৃজগত পত্রিকার এই যাত্রা আরও সুদূরপ্রসারী হোক, সত্য ও ন্যায়ের পক্ষে এই গণমাধ্যম বরাবরের মতোই অটল থাকুক এটাই আমাদের প্রত্যাশা। ন্যাশনাল প্রেস সোসাইটি সবসময়ই এমন পত্রিকার পাশে ছিল, আছে এবং থাকবে। উল্লেখ্য, মাতৃজগত পত্রিকা দেশের একটি স্বনামধন্য সংবাদপত্র, যা দীর্ঘ ২২ বছর ধরে সাংবাদিকতা, সমাজসেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে চলেছে।