মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ২ নং বারবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই শিশু মৃত্যু মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ১৯মে সোমবার রাত সাড়ে ৮টার দিকে বেলুন গলায় আটকে ৭ মাস বয়সী এক শিশু মৃত্যুবরণ করেছে। নিহত শিশুর নাম রাফসা। তার বাবা রনির নিজ বাড়িতেই এই দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়,ঘটনার রাত ছিল রাফসার বড়ভাই ইনানের ৪র্থ জন্মদিন। এ উপলক্ষে পরিবারের সদস্যরা অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। বাবা রনি ঘরের ভেতরে বেলুন টানাচ্ছিলেন, আর ছোট্ট রাফসা খাটে বসে খেলছিল। এই সময় সবার অজান্তে সে একটি বেলুন মুখে দেয়, যা দুর্ঘটনাক্রমে গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে দ্রুত শিশুটিকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জন্মদিনের আনন্দ মুহূর্তেই কান্নায় পরিণত হয়।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি