মোঃ আল আমিন মহম্মদপুর উপজেলা প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের দরি সালথা গ্রামের আজিজুল মোল্যা (৪০), মাগুরা সদর উপজেলার বেরইল গ্রামের মো. সজিব বিশ্বাস (২৫), এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার কাষ্ঠনাংলা গ্রামের মো. তানজিদ ইসলাম (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি