আব্দুর রাজ্জাক শাওন
সিলেটে গত দিনের চেয়ে আজকের আবহাওয়া বেশি খারাপ। ফজরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে দুপর ২টা পর্যন্ত অবিরাম চলতেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে গত ১৯ মার্চ সোমবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে পরবর্তী ১২০ ঘন্টা আবহাওয়া সিলেটে বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারী ও ভারী বৃষ্টিপাত হতে পারে। আবার সিলেট বিভাগের কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ ২৮ মিলিমিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া শ্রীমঙ্গলে ৩৮ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ দিকে অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য সিলেটের সুরমা, কুশিয়ারা, বরাকসহ নদ নদী গুলোতে পানির পরিমান বৃদ্ধি পাচ্ছে। এতে বন্যা দেখা দেওয়ার সম্ভবনা রয়েছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার নিম্ন অঞ্চলে অনেক এলাকায় বন্যা দেখা দিতে পারে।
প্রতিদের মতো সিলেট শহরে আজকে তেমন ভাবে মানুষের চলাচল দেখা যাচ্ছে না। বৃষ্টির মধ্যে কর্মজীবী মানুষরা বৃষ্টিতে ভিজে কর্মে যাচ্ছেন। অন্য দিনের মত শহরে যানজন নেই। অল্প কয়েকজন রিকশাচালক বৃষ্টি উপেক্ষা করে জীবিকার জন্য রিকশা নিয়ে বাহির হয়েছেন। আজ তেমন একটা মানুষজন রাস্তায় দেখা যাচ্ছে না।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি