মোঃ শফিকুল ইসলাম (শফিক) বিশেষ প্রতিনিধি :
ঝালকাঠি জেলার পৌর শহরের কৃষ্ণকাঠী এলাকায় সমির মল্লিক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় মঙ্গলবার দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সমির মল্লিক কৃষ্ণকাঠী এলাকার আমজেদ মল্লিকের পুত্র এবং সমির মল্লিক পেশায় একজন সার্ভেয়ার।
এলাকাবাসী সুত্রে জানা যায় , পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ তাদের। সমির মল্লিককে আহত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য সমির মল্লিকের স্ত্রী রুমা বেগম জানান, দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাইদের সাথে জমিয়ে নিয়ে বিরোধ ছিল৷ এরই জের ধরে চাচাতো ভাই বাবুল মল্লিক জমি দখল করে সেখানে বেড়া দেয়। সেই খবর শুনে কর্মস্থল থেকে সমির মল্লিক এসে বেড়া খুলতে যায়। তখন বাবুল মল্লিক পিছন থেকে এসে শাবল দিয়ে মাথায় আঘাত করে। সমির মল্লিক মাটিতে লুটিয়ে পরে।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের জানুয়ারি মাসে একই পরিবারের অপর সদস্য রিপন মল্লিকও খুন হন। সেই ঘটনাটিও জমি সংক্রান্ত বিরোধ থেকেই ঘটেছে বলে দাবি স্থানীয়দের।