মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত শহরকে যানযট মুক্ত করার লক্ষ্যে ৩০ অ্যাম্পিয়ার মটর রিক্সা নিয়ম মেনে চলার জন্য সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ১৯ মে সোমবার বিকেলে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এই মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে । মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মসিক এর প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ আতাউল কিবরিয়া,জেলা প্রশাসক মফিদুল আলম ,অতিরিক্ত পুলিশ সুপার মোহামেনুল ইসলাম প্রমূখ । মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ।সভায় রিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দ,রিক্সা চালক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।