কুমিল্লা প্রতিনিধি
রবিবার ১৮ই মে বিকেল চারটায় কুমিল্লা শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের কনভেনশন হলে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তাকারী সংস্থার কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মাহমুদুল হাসান মাহমুদ-চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ হোসাইন- সহকারি মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা, সাংবাদিক খন্দকার ওমর শরীফ এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন মোঃ শাহিন মিয়া, সাধারণ সম্পাদক। সভার শুরুতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকরি সংস্থার বিভাগীয় জেলা কমিটির নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
এরপর কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মোঃ ইলিয়াছ হোসাইন তার বক্তব্য বলেন- মানবাধিকার রক্ষা এবং এর প্রসার ঘটানোর জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের আলোচনা সভা আমাদের সচেতনতা বৃদ্ধি করবে এবং আমাদের দায়িত্ব আরো সুস্পষ্ট করবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মাহমুদুল হাসান মাহমুদ বলেন-- মানবাধিকার সংস্থা কারো নিজস্ব সম্পত্তি নয় তাই এই কাজটা নিজে দায়িত্ববান হয়েই মানুষের কল্যাণে নিজ খরচে কাজ করতে পারাটাই জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য থাকতে হবে। একজন মানবাধিকার কর্মী হয়ে সাধারণ মানুষের প্রতি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দেখেই তাদের পাশে দাঁড়িয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করাই একজন মানবাধিকার কর্মীর সার্থকতা। সর্বসাকুল্যে মানবাধিকার কর্মী একজন শ্রেষ্ঠ মানুষ যা মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে থাকেন। এছাড়াও সভাপতি খন্দকার ওমর শরীফ ও সেক্রেটারি মোঃ শাহিন, মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার, শ্রমিকদের অধিকার এবং সামাজিক ন্যায় বিচারের বিষয়ও আলোচনা করেন। বক্তব্যে বলেন মানবাধিকার রক্ষায় স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ এবং সরকারকে একযোগে কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ হামিদুল ইসলাম সহ-সভাপতি, মোঃ মইন হাসান সহ-সভাপতি, মোঃ আব্দুল হাই সহ-সভাপতি, মোঃ জোনায়েদ হোসাইন, যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ আবুল বাশার যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ মনিরুল ইসলাম নিজামী যুগ্ন সাধারন সম্পাদক, আব্দুর রউফ সাংগঠনিক সচিব, আমেনা বেগম সহ সাংগঠনিক সচিব, মোঃ আবু সাঈদ অর্থ বিষয়ক সচিব, মোহাম্মদ মহসিন প্রশিক্ষণ বিষয়ক সচিব, নাজমুল হাসান প্রচার বিষয়ক সচিব, সাঈদ মোহাম্মদ গাফফার আন্তর্জাতিক বিষয়ক সচিব, সানাউল্লাহ পরিবেশ ও জলবায়ু বিষয়ক সচিব, মোহাম্মদ সোহাগ উদ্দিন সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সচিব, নাজমুন নাহার বেগম শিক্ষা বিষয়ক সচিব, মোহাম্মদ আলমগীর শিশু কল্যাণ বিষয়ক সচিব ,আব্দুস সালাম রনি গনশিক্ষা বিষয়ক সচিব, খোরশেদ আলম প্রবাসী কল্যাণ বিষয়ক সচিব, এটিএম এমদাদুল ইসলাম বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচিব, মোহাম্মদ শামীম কাদের জিলানী কৃষি কল্যান বিষয়ক সচিব,
পরিচিতিও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দূরদূরান্ত থেকে আসা মানবাধিকার কর্মী বিন্দু।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি