উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সোহেল রানা নামে এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছেন। ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করেছে থানা পুলিশ। রোববার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের পাশে জজ-কোর্টের সামনে নজিপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সোহেল রানা নওগাঁ সদর উপজেলার দুবলহাটি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ শহরের জেলা পরিষদ গেটের সামনে সোহেল রানার নিজস্ব একটি মোটরসাইকেল মেরামতের দোকান রয়েছে। সেখান থেকে একটি মোটরসাইকেল মেরামত করে তিনি সেটি চালিয়ে আধা কিলোমিটার দূরে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন।
পথে নজিপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে রাস্তার ওপর মোটরসাইকেলটি ঘুরিয়ে (ইউ-টার্ন) আবার দোকানের দিকে ফিরছিলেন। ঠিক সেই সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস প্রায় ৪০০ ফুট দূর থেকে দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। বাসের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি পাশের বলাকা ট্রেডার্স পেট্রোল পাম্পে রেখে চালক পালিয়ে যায়। পরে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।