আব্দুল্লাহ আল নোমান কলমাকান্দা উপজেলা প্রতিনিধি :
শুক্রবার রাতে কলমাকান্দা-নাজিরপুর সড়কের বরদল এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত থেকে ২৩ বোতল ম’দ উ-দ্ধা-র করা হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। বরদল এলাকায় একটি সিএনজিকে থামানো হলে চালক দ্রুত সিএনজি ফেলে দৌড়ে পালিয়ে যায়। সিএনজির সিটের নিচে বিশেষভাবে তৈরি বক্স থেকে ২৩ বোতল ভা’র’তী’য় নি/ষি/দ্ধ ম’দ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জ’ব্দ’কৃত ম’দ থানায় রাখা হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। তাকে গ্রে/প্তা/রে/র চেষ্টা চলছে।