বাদশা আলমগীর, কুষ্টিয়া
আজ ১৮/৫/২০২৫ খ্রিঃ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অধিন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সদর কুষ্টিয়া কর্তৃক আয়োজিত কুষ্টিয়া পৌরসভার জেলখানার মোড় এরশাদ নগর ১০ দিন মেয়াদি টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জনাব শফিউল আযম জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি কুষ্টিয়া।
টিডিপি মৌলিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী, মোট ৬৪ জন। প্রশিক্ষণ নিতে আসা কয়েকজনের সাথে কথা বলে জানতে পারি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টিডিপি প্রশিক্ষণ নিয়ে তারা উদ্যোক্তা হতে চাই, স্বেচ্ছাসেবক হিসেবে দেশের স্বার্থে কাজ করতে চাই এবং এই প্রশিক্ষণে সুযোগ পেয়ে তারা অনেক খুশি।
জেলা কমান্ড্যান্ট শফিউল আযম বলেন, আনসার ও ভিডিপির প্রশিক্ষণ দিয়ে জননিরাপত্তা ও দক্ষ জনশক্তি গড়ে তোলায় আনসার বাহিনীর একমাত্র লক্ষ। উক্ত প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ কাশেম আলি, সদর উপজেলা প্রশিক্ষক আশেদ মাহমুদ ও প্রশিক্ষিকা জুলিয়া পারভীন।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি