আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
উজানে ভারী বৃষ্টিপাতের ফলে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বাড়ছে। আগামী তিন থেকে চার দিন এসব নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
শনিবার (১৭ মে) পাউবোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে এ তথ্য জানান। একই সময়ে তিস্তার পানি কমতে শুরু করবে বলেও জানায় পাউবো। শুক্রবার (১৬ মে) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বাড়ছে। আগামী দুই দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে তিস্তা নদীর পানি স্থিতিশীল রয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন এসব নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই থেকে তিন দিন এসব নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে। তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। ফলে এ সময় এই অঞ্চলের কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।
পাউবোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘উজানে ভারী বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র ও দুধকুমারে পানি বাড়তে পারে। এর ফলে ধরলাতেও পানি বৃদ্ধি পেতে পারে। তবে কোনও নদীর পানি বিপদসীমার কাছাকাছি যাওয়ার পূর্বাভাস নেই। ফলে বন্য পরিস্থিতি সৃষ্টি কিংবা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা কম।’
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি