বগুড়া প্রতিনিধিঃ
শুক্রবার বিকাল ৪ টায় বগুড়ায় সেচ্ছাসেবী সংগঠন মানবিক বন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগে সমাজের শ্রমজীবি ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বগুড়া সদরে পলিমঙ্গল এলাকায় কৃষক শ্রমিকদের মাঝে একটি লুঙ্গি ও গামছা বিতরণ করে মানবিক বন্ধু ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সাংবাদিক মোঃ কামরুজ্জামান (সম্পদ), সিনিয়র সহ সভাপতি মোঃ সম্রাট প্রাং, সাধারণ সম্পাদক মোঃ রবিন ইসলাম হাবিব,সহ সাধারণ সম্পাদক মোঃ সাদ্দামুল ইসলাম সাব্বির, সাংগঠনিক সম্পাদক মোঃ বাপ্পি হাসান,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল হোসেন,কোষাধ্যক্ষ মোছাঃ রুম্পা খাতুন।
এ সময় সংগঠনটির প্রতিনিধিরা বলেন, মানবিক বন্ধু ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও লাভজনক, সেবা মূলক ও সেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের সকল সদস্য শিক্ষার্থী আজের আয়োজন সংগঠনের সকল সদস্যর নিজেদের টাকায় করা। আমরা তাই সব সময় মানবিক কাজে সব এসময় এগিয়ে আসতে এবং আমরা চাই সমাজের সকল বৃত্তশালী ও ধনীব্যাক্তিরা যাতে অসহায় মানুষের পাশে দাড়ায়।এবং ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বৈষম্য দূর করে মানবিক কাজ করতে হবে। তাই আমরা বলতে চাই ‘বৈষম্য নিপাত যাক মানবতা মুক্তি পাক’।