উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে মা ও মেয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কোঁচড়া উত্তরপাড়া গ্রামে মারধরের এ ঘটনা ঘটে। ঘটনায় মান্দা থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আহতরা হলেন, কোঁচড়া উত্তরপাড়া গ্রামের প্রবাসি মোকলেছার রহমানের স্ত্রী রিনা বিবি (৩৫) ও তার মেয়ে সুমাইয়া আক্তার অন্তরা (১৭)। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন রিনা বিবি জানান আমার স্বামী মোকলেছার রহমান দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। বাড়িতে মেয়ে সুমাইয়া আক্তার অন্তরা ও ছেলে আব্দুল মোমিনকে নিয়ে বসবাস করছি।
স্বামীর অনুপস্থিতিতে পারিবারিক বিষয় নিয়ে দেবর এমদাদুল হক ও তার স্ত্রী সাবিনা খাতুনের সঙ্গে বিরোধ চলে আসছিল।ভুক্তভোগী রিনা বেগম অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার সকালে দেবর এমদাদুল হক, তার স্ত্রী সাবিনা খাতুন ও তাদের মেয়ে নিপা আক্তার সংঘবদ্ধ হয়ে আমাকে মারধর করে। এতে আমার মেয়ে অন্তরা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় হামলাকারীরা ঘরের ওয়্যারড্রোব ভেঙে ২ লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। ভেঙে ফেলে একটি টার্চফোন।এ বিষয়ে অভিযুক্ত এমদাদুল হকের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।