মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার
মৌলভীবাজার সদর উপজেলার ঈমামবাজার এলাকায় মাদ্রাসার জমি দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছেন ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদ। জমির মালিক পক্ষ দখলে বাধা দিলে দুর্ধর্ষ সন্ত্রাসী এই আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন। আহতদের একজন বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে বুধবার (১৪ মে ২০২৫) সকাল ১১টার দিকে ঈমামবাজার এলাকার একটি দোকানের সামনে। আহতরা হলেন আনিকেলিবড় এলাকার আব্দুল হান্নান চৌধুরী (৫০) এবং তার ছোট ভাই শাহাজাহান চৌধুরী (৩০)। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার একটি জমি নিয়ে উক্ত আওয়ামী লীগ নেতার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ বিষয়ে আদালতে মামলা চলমান।
এই বিরোধের জের ধরেই বুধবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শাহাবুদ্দিন (৩২), মিজান মিয়া (২৬), শাহেদ মিয়া (২৫)সহ আরও ৭-৮ জন দেশীয় অস্ত্রসহ সেখানে উপস্থিত হয়ে জমি দখলের চেষ্টা চালান। বাধা দিলে হামলাকারীরা প্রথমে শাহাজাহান চৌধুরীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। মাথায় ৬টি সেলাই পড়েছে বলে জানা গেছে। পরে আব্দুল হান্নানকেও বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে শাহাজাহানকে ভর্তি করা হয় এবং আব্দুল হান্নানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল হান্নান চৌধুরী মৌলভীবাজার সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।