মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ আজ ১৫ মে বিকেলে সার্কিট হাউজ মাঠে আনন্দ মূখর পরিবেশে উদ্ধোধন করা হয়েছে। এ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক বিশিষ্ট ক্রীড়াবিদ অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম,যুগ্ম-আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, জিলা মটর মালিক সমিতির সভাপতি রতন আকন্দ,জেলা যুবদলের সাবেক সভাপতি খন্দকার মাসুদ, মহানগর যুবদলের সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রাসু,জেলা মটর মালিক সমিতির নেতা মোঃ ডালিম প্রমূখ নেতৃবৃন্দ।
এ ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির ১ নং সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা কৃষক দলের সভাপতি এনামূল হক আকন্দ লিটন। উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়েছে ভাবখালি ইউনিয়ন ফুটবল দল বনাম কুস্টিয়া ইউনিয়ন ফুটবল দল।উল্লেখ্য খেলায় মোট ২৪ টি দল অংশ গ্রহণ করবে।