মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী :
মৌলভীবাজার সদর উপজেলায় পৃথক অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন প্রশান্ত দাশ ও মিন্টু মিয়া। বুধবার (১৪ মে) দিবাগত রাতে শহরতলীর সুইসগেইট (মনু ব্রিজ) এলাকা থেকে মৌলভীবাজার সদর থানা পুলিশের একটি অভিযানে প্রশান্ত দাশকে গ্রেফতার করা হয়। পরে রাত ১১টার দিকে মৌলভীবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালিয়ে মিন্টু মিয়াকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের চেরাগ মিয়ার ছেলে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রাব্বি মিয়া জানান, গত বছরের ৪ আগস্ট মৌলভীবাজার শহরে আন্দোলনকারীদের ওপর দা দিয়ে সন্ত্রাসী হামলা চালান প্রশান্ত দাশ। একই ঘটনায় মিন্টু মিয়াও ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি