শেখ সুমন নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়নগঞ্জ বন্দরে বজ্রপাতে ৮ম শ্রেণীতে পড়ুয়া ছাত্র নিরব (১৪) নিহত হয়েছে। বুধবার(১৪ মে) বন্দর কাজীপাড়া কামড়াব নয়াপাড়া এলাকায় দুপুরে ঝড় ও বৃষ্টিপাতের সময় নিরব পুকুরে গোসল করতে গেলে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত নিরব(১৪) সৌদি প্রবাসী আফজাল মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, নিহত নিরব পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। ঘটনার দিন স্কুল থেকে বাড়িতে এসে পাশের বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় প্রচন্ড ঝড় ও বৃষ্টির সময় হঠাৎ পুকুরে বজ্রপাত ঘটে। নিরব পানিত ডুব দিয়ে তীরে উঠতে পারেনি। পরে তার নানা কবির হোসেন বহু খোজাখোজি করে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে মদনপুর দি বারাকা হাসপাতাল নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানায় হাসপাতালে আনার পূর্বেই নিরব মৃত বরন করে।