উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খাজুর ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রণাইল উত্তরপাড়া গ্রামের কফিল উদ্দীন মন্ডলের ছেলে আজিজার রহমান, খাজুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেবীপুর গ্রামের মৃত শফিজ উদ্দীনের ছেলে আব্দুল কাদের সৌখিন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য উপজেলা সদরের কায়েস্থপাড়ার আলহাজ¦ ফয়জুল ইসলামের ছেলে গোলাম রসুল শাফি।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের বিশেষ অভিযানে রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি