রবিউল হোসাইন সবুজ, বিশেষ প্রতিনিধিঃ
লাকসাম মুদাফফরগঞ্জ মোঃ মাসুদ আহম্মেদ নামক একজন মাদক ব্যবসায়ী তার নিজ এলাকায় অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১০ মে ২০২৫ তারিখ আনুমানিক ০১০০ ঘটিকায় মেজর আব্দুল আউয়াল জিশান, সিগস্ এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনার পথে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় মধ্যমপাড়া, নশরাতপুর, লাকসাম, কুমিল্লা এর ঝরনা আক্তার নামক একজন মহিলা মাদক বিক্রি করেছেন। উক্ত অভিযান দলের সদস্যরা ঝরনা আক্তার'কে ০৯ পিছ ইয়াবা এবং ৫ টি মোবাইল ফোন সহ গ্রেফতার করেন। পরবর্তী কার্যক্রমের জন্য অপরাধী ঝরনা আক্তার এবং অভিযানে উদ্ধারকৃত জিনিসপত্র পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়। ০১৪০ ঘটিকায় যৌথ অভিযানটি সম্পন্ন হয়।
অন্যদিকে, মুদাফফরগঞ্জ, লাকসাম, কুমিল্লা এর মোঃ মাসুদ আহম্মেদ নামক একজন মাদক ব্যবসায়ী তার নিজ এলাকায় অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১০ মে ২০২৫ তারিখ আনুমানিক ০২৩০ ঘটিকায় মেজর আব্দুল আউয়াল জিশান, সিগস এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে অভিযুক্ত মোঃ মাসুদ আহম্মেদ যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং উক্ত স্থানে অবৈধ কোন জিনিশ পাওয়া জায়নি। পরবর্তীতে ০৩৫০ ঘটিকায় অভিযানটি সম্পন্ন হয়।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি