মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
কুমিল্লা মুরাদনগর থানাধীন কোম্পানীগঞ্জ থেকে ৯৪ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকা সহ আনোয়ার হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (০৮ মে) রাত সাড়ে ৩টার দিকে মুরাদনগর থানাধীন ১৫নং নবীপুর (পশ্চিম) ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ পৈয়াপাথর কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী সহ মুরাদনগর থানা পুলিশের একটি টিম। আনোয়ার হোসেন ১৫নং নবীপুর (পশ্চিম) ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ পৈয়াপাথর গ্রামের মৃত- সুলতান আহমেদ এর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর দেবিদ্বার ও মুরাদনগরের দায়িত্বে থাকা ক্যাম্পের চৌকস দল কোম্পানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। সুনিশ্চিত তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন কে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন, ক্যাপ্টেন ফুয়াদ, ওয়ারেন অফিসার নাহারুল সহ সঙ্গীয় ফোর্স ও মুরাদনগর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার এসআই মো: আলী আক্কাস। তিনি জানান, মুরাদনগর থানাধীন ১৫নং নবীপুর (পশ্চিম) ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ কোম্পানীগঞ্জ কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে আল মদিনা রেস্টহাউজ এর ৩য় তলা উত্তর পাশে একটি রুম থেকে ৯৪ পিস ইয়াবা ও নগদ খুরচা ৫ হাজার টাকা সহ আনোয়ার হোসেনকে আটক করি। পুলিশি জিজ্ঞাসাবাদে আনোয়ার জানিয়েছে- তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। কোম্পানীগঞ্জ এলাকা থেকে মুরাদনগর সহ বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। জব্দকৃত ইয়াবা বিক্রির জন্য নিজের হেফাজতে রেখে কোম্পানীগঞ্জ কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে আল মদিনা রেস্টহাউজ এর ৩য় তলা উত্তর পাশে একটি রুমে অবস্থান করছিলেন বলে স্বীকার করেন।
মুরাদনগর থানার এসআই মো: আলী আক্কাস জানান, আনোয়ার হোসেনের বিরুদ্ধে মুরাদনগর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় একটি মামলা করা হয়েছে। সিডিএমএস যাচাই অনুযায়ী তার বিরুদ্ধে এর আগেও ৬ টি মাদক মামলা রয়েছে। মাদক কারবারি আনোয়ার হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি