সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধি:
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনার পূর্বধলা উপজেলা শাখার আহ্বায়ক মো. সালমান রহমান পলাশকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার (৭ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সালমান রহমানকে সংগঠনের সকল সাংগঠনিক পদ ও কার্যক্রম থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাইম উদ্দিন নাইম বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, সালমান যেন ভবিষ্যতে সংগঠনের কোনো নেতাকর্মীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক বজায় রাখতে না পারেন। প্রেস বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি পদমর্যাদার নেতা মো. জাহাঙ্গীর আলম।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি