দেলোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি।
দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় লাকসামে দুই দিনব্যাপী ‘পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ এবং নিরাপদ খাদ্য উৎপাদন’ শীর্ষক কৃষাণ -কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। (৬ ও ৭ মে মঙ্গল ও বুধবার ) লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
৬০ জন উদ্যোক্তা কৃষক- কৃষাণীকে ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, মৎস্য চাষ সম্পর্কিত আলোচনা এবং গবাদিপশু, হাঁস-মুরগি, দুধ-ডিম উৎপাদন বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
২ দিন ব্যাপী এ প্রশিক্ষণে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ বিষয়ে বক্তব্য রাখেন- কুমিল্লার অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার- মোঃ আল-আমিন, গবাদিপশু, হাঁস-মুরগি, দুধ-ডিম উৎপাদন বৃদ্ধি বিষয়ক আলোচনা করেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ডা. কর্ণ চন্দ্র মল্লিক, প্রশিক্ষণে মৎস্য চাষ সম্পর্কিত আলোচনা করেন- সিনিয়র উপজেলা মৎস্য অফিসার- মোঃ শওকত আলীসহ প্রমুখ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী মোহাম্মদপুর গ্রামের কৃষক আব্দুল ওহাব ও মনপাল গ্রামের কৃষাণী রহিমা বেগম জানান, "এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। বর্তমানে আমরা নিজেদের বাড়ির উঠানে অনাবাদি জায়গায় পুষ্টি বাগান করে সারা বছর বিষমুক্ত সবজি উৎপাদন করছি। এই সবজি আমাদের চাহিদা পূরণ করে বাজারে বিক্রির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছি।"
এদিকে, প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে লাকসামের কৃষি অফিসার মোঃ আল - আমিন বলেন,
দুই দিনের প্রশিক্ষণে ৬০ জন কৃষক-কৃষাণীরা একইসাথে কৃষি, মৎস্য ও পশু পালন বিষয়ে বাস্তবসম্মত জ্ঞান অর্জন করে, সেই জ্ঞান কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করে দেশ ও জাতির কল্যান সাধন করবেন।
তিনি আরো বলেন, স্থানীয় কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে কৃষি অফিস , আগামী দিনে আরও প্রশিক্ষণ কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে যাতে কৃষকরা আধুনিক কৃষির দিকে এগিয়ে যেতে পারেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি