মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাচবাগ ইউনিয়নের লামকাইন তনুর মোড় নামক এলাকায় অবৈধ ভাবে বালু বিক্রয় করায় মোবাইল কোট অভিযান পরিচালনা করা হয়। আজ ৬ মে মংগলবার গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি নেতৃত্বে গফরগাঁও সেনাবাহিনী ক্যাম্পের সদস্যবৃন্দ ও পাগলা থানা পুলিশের সার্বিক সহযোগিতা অভিযানটি স্বতঃস্ফূর্তভাবে পরিচালিত হয়। অবৈধভাবে বালু বিক্রয় করার অপরাধে বালু মহল ও মাটির ব্যবস্থাপনা আইন ২০১০ আওতায় ১জন কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০,০০০/টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ জানান।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি