অভি খায়রুল ইসলাম সাভার।স্টাফ রিপোর্টার।
৩ মে ২০২৫ তারিখ সাভার উত্তর জামসিং প্রিমিয়ার লীগ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভারের জননন্দিত মানবিক নেতা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি, সাবেক প্যানেল মেয়র, সাভার পৌরসভা। সভাপতিত্ব করেন হাজী শেখ মোঃ আওলাদ হোসেন মাস্টার প্রাক্তন প্রভাষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আন্তি রহমান, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউনুস খান। মোঃ নজরুল ইসলাম, সেক্রেটারী, বিসিএসআইআর কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ, মোঃ আযাদীর হোসেন, হাজী মোঃ হাসান মোল্লা, ব্যাবসায়ী ও সমাজসেবক, মোঃ হযরত আলী, হাজী মোঃ ছানোয়ার হোসেন, সভাপতি, উত্তর জামসিং কেন্দ্রীয় জামে মসজিদ, মোঃ মনিবুর রহমান চম্পক, মোঃ খাঁন মজলিশ বাবু, বাজার পৌর বিএনপি নেতা, মোঃ রাশেদুজ্জামান বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সাইদুর রহমান মুরাদ, মোঃ জীবন হাওলাদার।উপস্থাপনায় ছিলেন মোঃ শামীম হোসেন, সভাপতি, সাভার ফ্রেন্ডস সোস্যাল ক্লাব।
[caption id="attachment_1522" align="aligncenter" width="429"] খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল[/caption]
প্রধান অতিথি বক্তব্যে বলেন, সাভার পৌরসভা দীর্ঘ বছর যাবৎ অবহেলিত। সাভারের জনগণ বিভিন্ন সমস্যার সাথে জর্জরিত ছিলেন। আমি মেয়র হয়ে আপনাদের কল্যানে কাজ করে সাভারকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গগে তুলবো। আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে সাভার থেকে চিরতরে মাদক, চাঁদাবাজ নির্মূল করবো ইনশাআল্লাহ। যুব সমাজের সবাইকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করার জন্য যা যা করনীয় সব আমি করবো। তিনি সবার উদ্যেশে বলেন, খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল। সাভার পৌরসভা গঠনে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তিনি সবাইকে সাথে নিয়ে সাভারের উন্নয়নে মানবতার কল্যানে কাজ করতে চান। অন্যন্য অতিথিরা বক্তব্যে বলেন, আমরা সবাই সাভারের উন্নয়নে মোঃ খোরশেদ আলমের সাথে আছি।
আমরা সবাই খোরশেদ আলমকে সাভারের মেয়র হিসেবে দেখতে চাই।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি