মো: রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি (চট্টগ্রাম)।
চট্টগ্রামের চন্দনাইশে আহলে সুন্নাত ওয়াল জামাআতের কর্মী মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন শহীদ মিনারের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ব্যবস্থাপনায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, গাজীপুরে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে তার রুম থেকে ডেকে নিয়ে কিছু মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে কয়েক দফায় প্রহার করে প্রকাশ্যে প্রাণে মেরে ফেলা হয়েছে।
তারা বলেন, একজন নাগরিকের মৌলিক অধিকার চিকিৎসা থেকে তাঁকে সম্পূর্ণভাবে বঞ্চিত করেছে পুলিশ। যদি পুলিশের পক্ষ থেকে যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা হতো তাহলে হয়তো আজ এ ঘটনা ঘটতো না।
স্বৈরাচার পতনের পর পুলিশি ব্যবস্থার যে আমূল পরিবর্তন চেয়েছি তার উল্লেখযোগ্য বাস্তবায়ন হয়নি জানিয়ে বক্তারা বলেন, আজকে সব ভায়োলেন্সে নাগরিকের প্রাণহানির সঙ্গে পুলিশের পেশাদারিত্বের ঘাটতি দেখা যাচ্ছে।
বক্তারা, এই ঘটনার তীব্র নিন্দা ও হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।