মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষে আজ জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ শামীম আরা রিনি। আলোচনায় তিনি মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব, শ্রমজীবী মানুষের অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। আলোচনায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এই আয়োজনে মে দিবসের আদর্শ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বারোপ করা হয় এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সামাজিক মনোভাব গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি