মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর এলাকায় একটি ঢাকামুখী লাইনে মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। কুমিরা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, মালবাহী ট্রেনটি কন্টেইনার বহন করে ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু বাঁশবাডিয়া ইউনিয়নের মগপুকুর এলাকায় অতিক্রম করার সময় ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে একটি বগি থেকে কন্টেইনার নিচে পড়ে যায় আর দুটি বগি বাঁকা হয়ে থাকতে দেখা যায়। বেলা ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হলেও দুর্ঘটনার পর থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রামমুখী লাইন দিয়ে উভয়দিকের ট্রেন চলাচল করছে।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা রেলওয়ে স্টেশন মাস্টার লোকমান হক বলেন, ‘লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার করা হয়েছে। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।তিনি বলেন, ‘মেরামতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই ট্রেন ঢাকা অভিমুখে চালু হবে। তবে, চট্টগ্রামমুখী এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।’