আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে সাবেক বিচারপতি এবি এম খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কুড়িগ্রাম জেলা। বিক্ষোভে ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দূর্নীতিবাজ বিচারকদের অপসারণ চান আইনজীবীরা। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুড়িগ্রাম জেলা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড.ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এড.আশরাফ আলী,সহ দপ্তর সম্পাদক এড.শাহ আলী আহমেদ, সদস্য এড.আবু সাঈদ শিথীল, এড.মোছাঃ শাহানাজ পারভীন, এড.হারুন উড় রশিদ, এড.মোঃ নুর জামালসহ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা, বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে গ্রেফতার ও বিচারের সোপর্দকরণ সহ এবং ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবি করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুড়িগ্রাম জেলা সভাপতি এড ফখরুল ইসলাম বলেন, এবিএম খাইরুল হক ফ্যাসিবাদের একজন দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দূর্নীতিবাজ। অনতিবিলম্বে কুখ্যাত এবিএম খাইরুল হক ও তার দোসর যারা আছেন তাদেরকে প্রত্যেককে গ্রেফতার করে বিচারের আমলে আনেন তা না হলে বাংলাদেশে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে।