জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর পোরশায় ছাওড় ও তেতুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ইং অর্থ বছরের উন্মুক্ত বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ছাওড় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বাজেট সভায় উন্মুক্ত বাজেট উপস্থাপনা করেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪২,৯১,৫৫৩টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪১,২০,৪৬২টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৩,২০,৫১,০০০টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩,১৭,৩১,০০০টাকা। অর্থবছর শেষে বাজেট উদ্বৃত্ত থাকবে ৪,৯১,০৯১টাকা। সভায় বক্তব্য রাখেন ইউপির হিসাব সহকারি রিপন রেজা, বেসরকারি সংস্থা সিসিডিবি’র উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রুপন ও সাংবাদিক ডিএম রাশেদ।
অপরদিকে বেলা সাড়ে ১১টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট সভায় উন্মুক্ত বাজেট উপস্থাপনা করেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার হোসেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৮,৯০,৭৮৬টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৭,৪৪,৩৫৬টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৪,১৪,৩১,১৬৮টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪,১৪,৩১,১৬৮টাকা। অর্থবছর শেষে বাজেট উদ্বৃত্ত থাকবে ১,৪৬,৪৩০টাকা। সভায় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।