রবিউল হোসাইন সবুজ, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে উৎসব মুখর পরিবেশে উত্তরদা ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিল সভা বিকেলে উত্তরদা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিকেলে পর থেকে যার যার প্রার্থীগণ অটোরিক্সা করে ভোটারদের কে সভাস্থলে নিয়ে আসে। অতিথিবৃন্দ সভাস্থলে আসলে ¯েøাগান দিতে থাকে। পরে কাউন্সিল সভায় কিছু কিছু প্রার্থী বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। কোন কোন ওয়ার্ডে সভাপতি প্রার্থী একাদিক থাকায় ভোট ভোটি হতে দেখা যায়। রাত প্রায় ১০টা পর্যন্ত ভোট শেষ হয়। লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কাসেম, ইসহাক মেম্বার, মোজ্জামেল হক মন্টু, লাকসাম উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলী হোসেন, মোর্সেদ আলম, মন্নান পাটোয়ারী, হুমায়ুন কবির, মোঃ খোকন মনপাল, সাদেক খান, এডভোকেট মির্জা সালাউদ্দিন আকবর বায়েজিদ, বেলায়েত, সাহা আলম প্রমুখ।
৭নং ওয়ার্ড সভাপতি প্রার্থী মোঃ আঃ রশিদ ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী এলাহী বক্স ৯৭ ভোট পান। ৮নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী মোঃ মোবারক হোসেন বিনাপ্রতিদ্বন্দিতা নির্বাচিত হন, সেক্রেটারী বিল্লাল হোসেন নির্বাচিত হন। ৯নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী মো আবদুল ওয়াদুদ ৯৭ ভোট পেয়ে নির্বাচিত , তার নিকটতম প্রার্থী মোঃ এমদাদুল হক ২৭ ভোট পান। সেক্রেটারী মোঃ খলিল খান বিনাপ্রতিদ্বন্দিতা নির্বাচিত হন। পরে ওয়ার্ডে নেতারা বিজয়ী প্রার্থীদের ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান্।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি