সমরেশ রায়, শম্পা দাস , পশ্চিমবঙ্গ
২৮শে এপ্রিল সোমবার, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে, কোলাঘাটের নেতাজী মূর্তি থেকে একটি প্রতিবাদী মোমবাতি মিছিল করলেন। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিদের হাতে পর্যটকদের নৃশংস খুনের ঘটনায় এই প্রতিবাদী মোমবাতি মিছিল করলেন বলে জানা যায়।। মিছিলে পা মেলান কোলাঘাটের স্থানীয় বুদ্ধিজীবী থেকে সাধারণ বাসিন্দারা, এছাড়াও কাশ্মীরের পেহেলগাঁও থেকে ফিরে আসা পর্যটকরাও এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। এবং তাহাদের অভিজ্ঞতার কথা জানালেন , কাশ্মীর থেকে ফিরে আসা পর্যটক প্রদীপ কুমার মাঝি।
এই প্রতিবাদ মিছিলে অংশ নেন সুচরিত দাস বিক্ষোভকারী, পার্থসারথী ঘোষ বিক্ষোভকারী, এবং কাশ্মীর থেকে ফিরে আসা পর্যটক প্রদীপ কুমার মাঝি সহ এলাকার বহু মানুষ। যেভাবে পর্যটকদের উপর নিশংস হানা ঘটিয়েছে, তাহারা বারবার ধিক্কার জানালেন।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি