আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। দুদকের একটি বিশেষ টিম উলিপুর এলজিইডি কার্যালয় ও এর আওতাধীন বিভিন্ন গ্রামীণ রাস্তা, ব্রিজ ও কালভার্ট পরিদর্শন করে। এ সময় গত অর্থবছরের উন্নয়ন প্রকল্পের নথিপত্র পরীক্ষা করা হয় এবং বাস্তবায়নকৃত কাজের সরেজমিন তদন্ত করা হয়।
[caption id="attachment_1166" align="aligncenter" width="387"] এলজিইডি কার্যালয়ে দুদক[/caption]
কুড়িগ্রাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান চৌধুরী জানান, “দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশে এলজিইডির ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান চলছে। উলিপুরেও এর ধারাবাহিকতায় তদন্ত করা হয়েছে। অনিয়মের তথ্য পাওয়া প্রকল্পগুলোর স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত ফলাফল পরে জানানো হবে। এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, এলজিইডির বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না হওয়া, নিম্নমানের নির্মাণকাজ ও দলিলপত্রে অসঙ্গতির অভিযোগ রয়েছে। দুদকের এই অভিযানের ফলে নতুন তথ্য উঠে আসতে পারে বলে স্থানীয়রা আশা করছেন।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি