মোঃ নেছার উদ্দিন, প্রতিনিধি সাভার
সাভারের বিরুলিয়া থেকে অন্ত:সত্ত্বা পোশাক শ্রমিক তানিয়া আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের দ্বিতীয় স্বামী সোহাগ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেফতারকৃত হত্যার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। রবিবার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় পুলিশ। সংবাদ সম্মেলন থেকে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, গত ২৫ এপ্রিল সাভারের বিরুলিয়া থেকে ওই পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা সাভার মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের দ্বিতীয় স্বামী সোহাগ মোল্লাকে গতকাল রাতে আশুলিয়া থেকে গ্রেফতার করে।
প্রাথমিকভাবে গ্রেফতারকৃত সোহাগ মোল্লা পারিবারিক কলহের জেরে স্ত্রী তানিয়া আক্তারকে হত্যার কথা স্বীকার করেছে জানিয়ে পুলিশ বলছে_অধিকতর তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।
সট: শাহীনুর কবির, অতিরিক্ত পুলিশ সুপার-সাভার সার্কেল।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি