সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নিরলস ভাবে কাজ করছেন তিনবারের সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মোহাম্মদ আলী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য অধ্যক্ষ রাবেয়া আলীর পুত্র ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা। উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজারে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। দিচ্ছেন তারেক রহমানের ৩১ দফার লিফলেট ও ধানের শীষ প্রতীক ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার যেমন পাবে, দেশের সন্ত্রাস নৈরাজ্য রাহাজানি থাকবে না। সেই জন্যই ৩১ দফার মানুষের কাছে তুলে ধরতে গ্রাম থেকে শহরে মানুষ কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি বলে জানান ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা। পিতার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্যে নেত্রকোনার পূর্বধলায় মানুষের উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে উপজেলাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তার মাঝে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ আলীর প্রতিচ্ছবি দেখতে শুরু করেছেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। তাদের প্রত্যাশা বাবার মতো দলমত নির্বিশেষে এলাকার মানুষের উন্নয়নে এভাবেই নিবেদিত হয়ে কাজ করবেন। পূর্বধলা উপজেলা বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি। বাবা তিনবারের সংসদ সদস্য হলেও ক্ষমতা লোভ ও আধিপত্য বিস্তার নিয়ে তাঁর বিরুদ্ধে কেউই এখন পর্যন্ত বিন্দু মাত্র কোন প্রকার প্রশ্ন তুলতে পারেননি। জনপ্রিয়তায় শীর্ষে থাকা তিনবারের এমপি পুত্র রানা একজন ক্লিন ইমেজের মানুষ।
বাবা আলহাজ্ব ডা. মোহাম্মদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদ সদস্য হয়ে এলাকার উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে গেছেন। দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধা ও ভালাবাসার পাত্র ছিলেন তিনি। নেত্রকোনার পূর্বধলা উপজেলা ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পেয়েছিলেন মানুষের ভালোবাসা।এবার বাবা’র পথ ধরেই হাঁটতে চান ছেলে। তিনি আগামি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।