সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় মাহফুজা আক্তার মনিকা (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে শশুর বাড়ির বসতঘর থেকে লাশটি উদ্ধার করে পূর্বধলা থানা পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার ৪নং জারিয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের বারহা পশ্চিমপাড়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী। স্বামী সুমন মিয়া এনভয় টেক্সটাইল কারখানায় মাস্টার বাড়ি ভালুকায় চাকরি করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল স্কয়ার মাস্টার বাড়ি ভালুকায় একটি ক্লিনিকে মনিকা সুমন দম্পতির সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয়। ১৯ এপ্রিল মনিকার স্বামী মোঃ সুমন মিয়া তার শ্বশুর-শাশুড়ির সাথে রাগারাগি করে স্ত্রী সন্তানকে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। সন্তান এবং স্ত্রী কে রেখে স্বামী সুমন মিয়া ওই দিনেই ভালুকা মাস্টার বাড়িতে চলে যায়। স্ত্রী সাথে শাশুড়ি কবিতা বেগম ও ননদ স্বর্ণা তারা তিনজন এক রুমে থাকতেন। গতকাল রাত অনুমান ১২ টার দিকে বাচ্চা কান্নাকাটি করলে মনিকাকে শাশুড়ি ডাক দিলে নাড়াচাড়া না করা দেখে শাশুড়ি ও ননদ ডাক চিৎকারে প্রতিবেশী মোঃ বারেক ও মোঃ লিটন সরকার সহ অন্যান্য ছুটে এসে মনিকাকে মৃত অবস্থা দেখে। পরে স্বামী ও বাবা মাকে ফোন করেন। বাবা-মা এসে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে নিহতের পরিবারের কারো সাথে যোগাযোগ করা যায়নি। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নূরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ গৃহবধূর লাশটি উদ্ধার করেছে। তার গলার ডানপাশে ও তোতনির মাঝে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত রিপোর্টের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। আসলে এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি এখনো। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।