মোঃ তারিকুল ইসলাম তুহিন,নিজস্ব প্রতিনিধি মাগুরাঃ
মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও মাদক সহ বিল্লাল, , রাব্বি ও রবেজ, আটক ২৪/০৪/২০২৫ ভোর ০৩:৩০ ঘটিকার সময় গোয়েম্দা তথ্যের ভিতিতে জানতে পারে মাগুরা পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ পাড়া এলাকায় বিল্লাল হোসেনের বাড়ীতে অস্ত্র আছে। এমন সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীরের সার্বিক নেতৃত্বে উক্ত এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানটি বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা নেতৃত্বে সেনা বাহিনীর একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করা কালে ১/ বিল্লাল হোসহেন (৪৩) পিতাঃ মান্নান মোল্লা , ২/ রাব্বি মোল্লা (৩০), ও ,০৩/ রবেজ মোল্লা (২৮),পিতাঃ হান্নাম মোল্লা সর্ব সাং পারনান্দুয়ালী,পল্লী বিদ্যুৎ পাড়া,থানাঃ মাগুরা, জেলাঃ মগুরা, আসামীদের কে আটক করতে সক্ষম হই। আটক কালে তাদের নিকট থেকে ওয়ান শুটার গান- ০২ টি,ওয়ান শুটার গান কার্তুজ ৪ রাউন্ড, পিস্তলের গুলি ০১ টি রামদা- ০১ টি, চাইনিজ কুড়াল – ০১টি,ছুরি ০৪ টি,গাজা ৫০ গ্রাম ইয়াবা ৪৭ পিস, ০২ মোবাইল অস্ত্র, মাদক ও মোবাইল জব্দ করা হয়।
বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা এর কাছে উক্ত অভিযান বিষয় জানতে চাইলে, তিনি বলেন গোয়েম্দা তথ্য আসে মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ পাড়া এলাকায় বিল্লাল হোসেন সহ আটককৃত বাড়িতে অস্ত্র ও মাদক আছে। এমন তথ্যের ভিত্তিতে আমি সাথে সাথে আমার সেনাবাহিনীর একটি চৌকস দল রাত ০৩:৩০ ঘটিকায় শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে উপরোক্ত আসামীদের কে দেশী বিদেশি অস্ত্র ও মাদক সহ আটক করতে সক্ষম হই। আমরা সেনাবাহিনী বাংলাদেশের জনগনের জান মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে এরকম অভিযান চলমান থাকবে। অভিযানে গ্রেফতারকৃত আসামিদেরকে জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান সকাল ৬টার দিকে মাগুরা আর্মি ক্যাম্পের সদস্যরা আগ্নোয়াস্ত্র,দেশীয় অস্ত্র গোলাবারুদ,মাদক সহ ৩জন কে মাগুরা সদর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।