মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) :
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: সোলাইমান (৩০) নামের এক ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ইঞ্জিনিয়ার ভাটিয়ারির উত্তর বাজার যমুনা ব্যাংকের পাশে নজির সওদাগরের বাড়ির জহুর আহমেদের পুত্র। বুধবার রাত ৯:৩০ টার সময় উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় রয়েল সিমেন্ট ও রড তৈরি কারখানা কেএসআরএম ফ্যাক্টরীতে এ ঘটনা ঘটে ।
প্রতক্ষ্যদর্শীরা জানান ,রয়েল সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করতেন সোলাইমান।পাশে আরো একটি প্রতিষ্ঠান রড তৈরির কারখানা কেএসআরএম। উভয় একই মালিকানাধীন। দুই প্রতিষ্ঠানের মাঝামাঝি জেনারেটর অপারেটরদের সাথে নিয়ে একটি কাজ করছিলেন তিনি। কাজ শেষ করে যাওয়ার সময় কেএসআরএম ভিতর থেকে একটি গাড়ি রড বোজায় করে বের হওয়ার সময় অসর্তক অবস্থায় চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন সোলাইমান। সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রয়েল সিমেন্ট ফ্যাক্টরি ও রড তৈরির কারখানায় কাজ শেষ করে যাওয়ার সময় নীজ কারখানার ট্রাকে পিষ্ট হয়ে এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি