মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
বাংলাদেশে জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) অধীনে সকল জুট মিল চালুর দাবিতে সীতাকুণ্ডে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষায় সারা দেশের সকল পাটকল ও টেক্সটাইল মিলস চালু করার দাবিতে শ্রমিকদের উদ্যোগে বুধবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরায় অবস্থিত গুল আহাম্মদ জুট মিলস গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিক নেতারা বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা শ্রমজীবী মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং গুল আহম্মদ শ্রমিক দলের সভাপতি মো: রশিদুল আলম রফিক। প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড থানা শ্রমিক দলের সাবেক সভাপতি,৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো:আবুল বশর ভুইঁয়া। বিশেষ অতিথি ছিলেন গুল আহম্মদ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো:লোকমান হোসেন,সিনিয়র সহ-সভাপতি মো:ফখরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মো:ইউসুফ আজাদ,সহ-সভাপতি মো: আলা উদ্দিন, প্রচার সম্পাদক মো:আলমগীর হোসেনসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে লোকসানের অজুহাত দেখিয়ে ২০২০ সালের ২ জুলাই চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলের সব রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয় হয়। তখন শেখ হাসিনা ঘোষণা দিয়ে ছিলো যে ৬ মাসের মধ্যে মিলগুলো আবারও উৎপাদনে ফিরিয়ে আনা হবে। কিন্তু দীর্ঘ চার বছরের বেশি সময় পার হলেও বন্ধকৃত মিলগুলো চালু করতে পারেনি। শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের ছাটাই করা হলোও তাদের ন্যায্য হিসাব সঠিকভাবে দেওয়া হয়নি। মিল কর্তৃপক্ষের কাছে এখনো শ্রমিকদের পাওনা রয়েছে। কর্ম হারিয়ে শ্রমিকরা আজ পথে পথে ঘুরছে। পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। শেখ হাসিনা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে। এসময় নেতারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে মিলগুলা আবার সরকারিভাবে চালু না করলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন শ্রমিক নেতারা, অবিলম্বে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন বন্ধকৃত সকল পাটকল পুনরায় চালুর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর আহ্বান জানান।