আবদুর রউফ, চৌদ্দগ্রাম।
কুমিল্লার চৌদ্দগ্রামে মোসা: আমেনা বেগম (৪৫) নামে একজন বিধবা ও অসহায় নারীকে একটি সেলাই মেশিন উপহার দিল সামাজিক ও মানবিক সংগঠন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রকল্পের আওতায় তাকে এ উপহার প্রদান করা হয়েছে বলে জানা গেছে। এ সময় সুবিধাভোগি বিধবা ওই নারী স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালকবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এমন মানবিক কাজ অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ জুন্তুর আলী শপিং কমপ্লেক্সের নীচতলায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন, পরিচালক মোঃ মনির হোসেন খোকন, মোঃ এমদাদ উল্যাহ, মুহা. ফখরুদ্দীন ইমন, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী, সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আরমান হোসেন প্রমুখ।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি