অভি খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার সাভার।
প্রচন্ড গরমে পথচারীদের মাঝে স্যালাইন ঠান্ডা পানি বিতরণ। করেন মোঃ আব্দুল্লাহ হোসেন ইউসুফ সদস্য সচিব. সারাদেশের উপর বয়ে যাচ্ছে হিট ওয়েভ। প্রচন্ড গরমে অতিষ্ট নিম্ন আয়ের মধ্যবিত্ত মানুষের জনজীবন। শহর ভিত্তিক এলাকায় রিক্সা চালক থেকে শুরু করে পথচারীরা গরমে কষ্ট সহ্য করতে হচ্ছে। পানি শুন্যতায় বাড়ছে হিট স্ট্রোক এর ঝুঁকি। আজ ২৩/৪/২০২৫ রোজ বুধবার দুপুর বেলা ১ টা সময় সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাভার ব্যাংক কলোনি কলেজ রোড থেকে ফ্রিজিং ঠান্ডা পানি স্যালাইন ট্যাং শরবত খাওয়ানো হয়। মোঃ আব্দুল্লাহ হোসেন ইউসুফ। সাভার পৌর স্বেচ্ছাসেবক দল মোঃ আব্দুল্লাহ হোসেন ইউসুফ বলেন দেশের স্বার্থে মানবতার কল্যাণে সর্বদা সবার পাশে আছি। দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যানে পানি তৃষ্ণার্ত মানুষদের ফ্রিজের ঠান্ডা পানির সাথে স্যালাইন লেমন ট্যাংক মিশিয়ে তৃষ্ণা মিটাতে কাজ করছি । তিনি আরো বলেন পুরো এক মাস জুড়ে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে। গরমের শুরু হলেই ছোট পরিসরে ফ্রিজের ঠান্ডা পানি বিতরনের কাজ শুরু করেছেন। এখন প্রচন্ড গরমের কথা ভেবে এখন থেকে বড় পরিসরে ফ্রিজের ঠান্ডা পানি ও স্যালাইন খাওয়াবেন বলে জানিয়েছেন।
আরো উপস্থিত ছিলেন ইমরুল ইসলাম ইমন সভাপতি পদপ্রার্থী এক ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল। মোঃ মামুন খন্দকার ৭ নং ওয়ার্ড সভাপতি প্রার্থী স্বেচ্ছাসেবক দল বিল্লাল মাহমুদ মুন্না স্বেচ্ছাসেবক দল মোঃ মানিক হাজী আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সকল সদস্যবৃন্দ । দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যানে প্রজন্ম মানবিক যোদ্ধা হয়ে সবাই মিলেমিশে কাজ করার অঙ্গিকার বদ্ধ হোন সকল সদস্য। সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের মানবিক কার্যক্রম বৃহত্তর পরিসরে আরো প্রসারিত করার লক্ষে সকল সদস্য সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি