আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা)।
কুমিল্লা বুড়িচংয়ের বাকশিমুল ইউপির মাধবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সদর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী । বুধবার (২৩ এপ্রিল) বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের মাধবপুর এলাকায় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ । নিহত তিনজনের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি । তিনজনের মরদেহ কুমিল্লা রেলওয়ে পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায় , বুধবার সকালে হাঁটতে এসে রেল সড়কের উপরে তিনটি লাশ পড়ে থাকতে দেখতে পাই । কখন কিভাবে হয়েছে এ বিষয়ে কেউ বলতে পারছে না । পরে আমরা থানা পুলিশকে খবর পাঠাই।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি। কুমিল্লা রেলওয়ে সদর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, ধারণা করা হচ্ছে ভোর রাতের দিকে এই ঘটনাটি ঘটেছে। নিহত তিনজনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে । কোন ট্রেনের সাথে ঘটনা ঘটেছে এটি বলা সম্ভব হচ্ছে না । নিহতদের পরিচয় সনাক্ত করার জন্য লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে চেষ্টা করা হবে বলে তিনি জানান।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি