মো: সিরাজুল ইসলাম পলাশ
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রংপুর কোতোয়ালী থানায় দায়ের করা একটি মিথ্যা মামলায় সাংবাদিক শাহিনুর ইসলাম শাহিনকে গ্রেফতারের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে মিশন মোড়ে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার সংবাদকর্মীরা অংশ নেন।
গ্রেফতারকৃত সাংবাদিক শাহিন বাংলাদেশ প্রেসক্লাবের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং বাংলা টিভি ও দৈনিক খবর বাংলার লালমনিরহাট প্রতিনিধি। ৬ এপ্রিল তাকে কর্মস্থল কালীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক শাহিনকে রাজনৈতিক চক্রান্ত ও ব্যক্তিগত আক্রোশের শিকার করে একটি সাজানো মামলায় ফাঁসানো হয়েছে। তাকে হত্যামামলায় ৫৪ নম্বর আসামি করা হলেও এর পেছনে কোনো সত্যতা নেই। বক্তারা দাবি করেন, কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিকের ব্যক্তিগত বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে।
বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় সম্পাদক এস আর শরিফুল ইসলাম রতন বলেন, “দেশে বড় অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও সাংবাদিকদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাংবাদিক শাহিনকে মামলা থেকে অব্যাহতি ও ওসি সেলিম মালিককে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মাজাহারুল ইসলাম বিপু, সম্পাদক মাসুদ রানা রাশেদ, নিয়ন দুলাল, কাওছার মাহমুদ, ফারুক আহমেদ সূর্য, আহ্বায়ক হারুন কল্লোল, আদিতমারী উপজেলার সভাপতি সাদিকুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে যারা মিথ্যা মামলা করছে, তারা গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার শত্রু।
মানববন্ধন থেকে একটাই দাবি—সাংবাদিক শাহিনের নিঃশর্ত মুক্তি এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি