মোঃ তারিকুল ইসলাম তুহিন,জেলা প্রতিনিধি,মাগুরাঃ
মাগুরা সদর উপজেলার মীরপাড়া এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র সহ নয়ন, শাওন, মৌশান, তুষার আটক । ২২/০৪/২০২৫ রাত ০৪:০০ ঘটিকার সময় গোয়েম্দা তথ্যের ভিতিতে জানতে পারে মাগুরা মীতপাড়া এলাকায় নয়ন হোসেনের বাড়ীতে অস্ত্র আছে। এমন সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীরের সার্বিক নেতৃত্বে উক্ত এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানটি বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা নেতৃত্বে সেনা বাহিনীর একটি চৌকস দল ও পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করা কালে ১/ নয়ন হোসহেন (৩০), ২/ শাওন শেখ (২৮), পিতাঃব বাবু শেখ ,০৩/ মৌশান শেখ (২৮),পিতাঃ জাহিদ মিয়া ০৪/ মোঃ তুষার শেখ (৪২) পিতা মৃতঃ আহাম্মদ শেখ সর্ব সং মীরপাড়া থানাঃ মাগুরা, জেলাঃ মগুরা, আসামীদের কে আটক করতে সক্ষম হই। আটক কালে তাদের নিকট থেকে ওয়ান শুটার গান- ০২ টি,ওয়ান শুটার গান কার্তুকঃ ১৫রাউন্ড, রামদা- ০১ টি, চাইনিজ কুড়াল – ০১টি,চাপাতি – ০১টি,দা- ০২ টি অস্ত্র গুলো জব্দ করা হয়।
বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা এর কাছে উক্ত অভিযান বিষয় জানতে চাইলে, তিনি বলেন গোয়েম্দা তথ্য আসে মাগুরা সদর উপজেলার মীরপাড়া এলাকায় নয়ন হোসেন সহ আটককৃত বাড়িতে অস্ত্র নিয়ে অবস্হান করছে। এমন তথ্যের ভিত্তিতে আমি সাথে সাথে আমার সেনাবাহিনীর একটি চৌকস দল ও পুলিশের একটি চৌকস দল রাত ০৪:০০ ঘটিকা হইতে সকাল ০৭:০০ ঘটিকা পর্যন্ত শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে উপরোক্ত আসাদের কে দেশী বিদেশি অস্ত্র সহ আটক করতে সক্ষম হই । আমরা সেনাবাহিনী বাংলাদেশের জনগনের জান মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে এরকম অভিযান চলমান থাকবে। অভিযানে গ্রেফতারকৃত আসামিদেরকে জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।