জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
বালিয়াচাঁন্দা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা উন্নয়নের লক্ষ্যে কর্তৃপক্ষ তাদের জমি থেকে ৫টি গাছ বিক্রয় করেছেন। গতকাল বিকালে নির্মাণ কাজে টাকার ঘাটতি দেখা দিলে মাদ্রাসা মাঠে কমিটি এক জরুরী সভার আহ্বান করেন। সভাপতির অনুমতিক্রমে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রস্তাব করেন যে ভেড়ভেড়ি খাঁড়ির কাছে অবস্থিত বালিয়াচান্দা মৌজার জে,এল ১১৫,আর,এস ১৫৫ ও প্রস্তাবিত ২৫-৫০৬ খতিয়ান এর ৫৩০ দাগে ২০ শতাংশ জমি সাবেক মেম্বার আব্দুল লতিফ দুমাস আগে বড় ৪টি আম গাছ , ১টি জাম গাছ ও বনজ ৩টি গাছ সহ ছোট আমরুপালি গাছের বাগান দান করেছেন।সেখান থেকে পাকাপোক্ত ৫টি গাছ বিক্রি করব। আর ৩টি বনজ গাছ যেহেতু পোরশা বন বিভাগের রোপিত সেহেতু তাদের অবগত করা প্রয়োজন।
অবশেষে বন বিভাগের তিনটি গাছ বাদ দিয়ে পাঁচটি গাছ ১০৮০০ টাকা দিয়ে বিক্রি করা হয় এবং টাকা বিল্ডিং এর কাজে ব্যয় করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি