এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লায় ২০১৫ সালে চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের তৎকালীন সভাপতি, মেধাবী ছাত্রনেতা মো: শাহাবুদ্দিন পাটোয়ারীকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যার অভিযোগে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এর আদালতে মামলাটি দায়ের করেন শাহাবুদ্দিন পাটোয়ারীর পিতা জয়নাল আবেদীন পাটোয়ারী। মামলার আসামীরা হলো: তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী, তৎকালীন পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মাহফুজ, তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার, মো: ইব্রাহিম, তৎকালীন ডিবির উপ-পরিদর্শক (এস.আই) শাহ কামাল, মো: শহীদ, তৎকালীন চৌদ্দগ্রাম থানার কনস্টেবল মো: নুর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, তৎকালীন এসএএফ শাখার স্টাফ শরিফুল ইসলাম, মো: মোতাহের হোসেন, তৎকালীন চৌদ্দগ্রাম থানার আনসার মুরাদ হোসেন।
মামলার বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান জানান, ২০১৫ সালের ৫ই ফেব্রুয়ারি বিকেলে সাবেক রেলপথমন্ত্রী ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য মো: মুজিবুল হক মুজিবের নির্দেশনায় অমানবিকভাবে মায়ের সামনে থেকে চৌদ্দগ্রাম থানা পুলিশ সাদা পোশাকে শাহাবুদ্দিনকে তুলে নিয়ে যায়। পুলিশ হেফাজতে মানুষ নিরাপদ থাকার কথা। কিন্তু সেটা না করে ওইদিন রাতেই তাকে ক্রসফায়ারের নামে মাথায় গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। পরদিন ৬ই ফেব্রুয়ারি সকালে আইনী প্রক্রিয়া শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করে পুলিশ। পরে তাকে পারিবারিকভাবে দাফন করা হয়। ঐসময় পরিবেশ পরিস্থিতির কারণে ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করেনি। মঙ্গলবার দুপুরে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইন-২০১৩ এর ১৩ (১)(২)/১৫(২) ধারায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামী করে নিহতের পরিবারের হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আগামী রবিবার মামলাটি শুনানির আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট। আমরা মামলার আসামীদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি