শংকর দাস পবন ঝালকাঠি
চীন দেশ কর্তৃক বাংলাদেশে তিনটি চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছেন সেই হাসপাতাল ঝালকাঠি নলছিটিতে নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে নলছিটি বাসস্ট্যান্ডের চায়না কবর স্থানের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, শ্রমিক আল আমিন হাওলাদার, বিডি ক্লিন সমন্বয়কারি মারজান,সমাজকর্মী বালী তূর্য সহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রাচীন কালে চীন দেশের এক নাগরিক ব্যবসায়ী কাজে নলছিটিতে আসেন তখন তিনি অসুস্থ হয়ে মারা যায় তখন তাকে চায়না মাঠ সংলগ্ন একটি স্থানে সমাহিত করা হয় যেটা চায়না কবর নামেই এখন পরিচিত।চীনা নাগরিক বানিজ্য করার সুবাদে নলছিটিতে এসে ছিল বলেই চায়না মাঠ নাম করন করা হয়।এই চায়না মাঠ সংলগ্ন চায়না নাগরিকের কবর রয়েছে বলেই চায়না কর্তক যে হাসপাতাল নির্মাণ করবে বলে ঘোষণা দিয়েছেন তার দাবীদার নলছিটি উপজেলা বাসী।
বক্তাগণ আরও বলেন, নলছিটি কুমারখালি মরগাঙ্গীতে প্রায় ১শত একর সরকারি জমি রয়েছে সেখানেই এই হাসপাতাল নির্মাণ করা সম্ভাব মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি