রবিউল হোসাইন সবুজ, বিশেষ প্রতিনিধি:
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, লালসাম উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন সবুজ, পৌরসভা ছাত্রদল নেতা তারেক আজিজ, কলেজ ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব জহিরুল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল ইমন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মোহনসহ কর্মসূচীতে বিভিন্ন কলেজ, উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে ছাএনেতার বক্তব্যে বলেন, মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন নিষিদ্ধ ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভর করেছে। খুনিদের বিচার না হলে তাদের জন্য এ দেশের অক্সিজেন বিষাক্ত হয়ে যাবে।
প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদকঃ- মোঃ হামিদুল ইসলাম। প্রধান সম্পাদকঃ- মোঃ ইলিয়াছ হোসাইন। দৈনিক আজকের সত্য প্রকাশ © ২০২৫-২৬ সর্বস্বত্ব সংরক্ষিত। ই-মেইলঃ news24ajkersottoprokash@gmail.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ কোড ব্রাইট আইটি