বিশ্বজিৎ চন্দ্র সরকার – বিশেষ প্রতিনিধি।
রংধনু থিয়েটার প্রযোজনা-২৮ এর দর্শক নন্দিত জনপ্রিয় সামাজিক নাটক “খলনায়ক” এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এক হাজার দর্শক শ্রোতাদেরকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে এই নাটকের উদ্বোধন করেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শিল্প স্থাপক এম এ এ সৌরভ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক এ সময় অনুষ্ঠানটি উদ্বোধন শেষে খান সেলিম রহমান বলেন – নাট্যগোষ্ঠীর জনপ্রিয় একটি নাটক “খলনায়ক”।যে নাটকে সমাজের বিভিন্ন বাস্তবতা তুলে ধরা হয়েছে। যার কারণে এই নাটকটিকে একটি সামাজিক নাটকও বলা যায়। আশা করি এই নাটকটির মাধ্যমে আপনারা বাস্তবিক অনেক কিছু উপলব্ধি করতে পারবেন।
এ সময় তিনি আরো বলেন – সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব ফেসবুকের মাধ্যমে খারাপ কিছু লোক অসামাজিক ভিডিও দিয়ে থাকে। যার কারনে সমাজ ও জাতি একদিন হুমকির মুখে পড়ে যাবে। আর দিন দিন যুবসমাজ অসামাজিক এসকল ভিডিওতে আসক্ত হয়ে পড়ছে। তাই এ সকল দুষ্টু ইউটিউবার ও টিকটকারের বিরুদ্ধে গিয়ে সুন্দর সমাজ গড়তে আমাদের সামাজিক নাটকের প্রতি যুব সমাজকে অগ্রসর করতে হবে। এজন্য সকল নাট্যকার কে এগিয়ে আসতে হবে। খলনায়ক নাটক প্রসঙ্গে খান সেলিম রহমান আরো বলেন- সামাজিক নাটক “খলনায়ক”বাস্তববাদী একটি নাটক। যারা এই নাটকটি প্রযোজনার সাথে রয়েছে তারা নিঃসন্দেহে মেধাবী নাট্যকার। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে নাট্য প্রেমীদের নিয়ে একটি আলোচনা সভা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এম এ এ সৌরভ খান। তিনি বলেন নাটকের প্রাণ হচ্ছে দর্শক শ্রোতা। “খলনায়ক” একটি সামাজিক নাটক। সব বয়সী মানুষ এই নাটকটি উপভোগ করতে পারবে এবং এই নাটকটি যে একটি জনা নন্দিত নাটক তার প্রমাণ হলো আমাদের সামনের সারিতে বসে থাকা দর্শক শ্রোতার উপস্থিতি।
উল্লেখ্য, নাটকের ছোট ছোট দৃশ্যগুলো দেখে বাস্তবতা আর আবেগে আপ্লুত হয়েছিলেন দর্শক শ্রোতা। উপস্থিত দর্শকরা এই নাটকের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এরকম আরো নাটক প্রযোজনার অনুরোধ জানান। এ সময় ডা: মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাট্য নির্দেশক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রুবেল হোসেন টুকু, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএম আলমগীর হোসেন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন নাট্যগোষ্ঠী এর সভাপতি শহিদুর রহমান মন্টু। এছাড়াও অনুষ্ঠানে রংধনু থিয়েটারের সাধারণ সম্পাদক শাহনাজ সিমি ও সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ দুলাল বাংলাদেশ সম্পর্কে শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেশ আহমেদ তাপস দপ্তর সম্পাদক ফয়েজুল্লাহ সাদীন সহ অসংখ্য অভিনেতা অভিনেত্রী ও যাদেরকে নিয়ে খলনায়ক নাটকটি তৈরি করা হয়েছে তারা সকলেই উপস্থিত ছিলেন।