
মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি:
সোনালী ব্যাংক পিএলসি, নকলা শাখায় কর্মরত তিনজন কর্মকর্তা ৪৪তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ায় সংবর্ধনায় ভাসছেন তারা। ব্যাংক সময় শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নকলা শাখায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত তিন কর্মকর্তা হলেন—নাহিদ হাসান (অফিসার), আবীর হাসান নাঈম (অফিসার ক্যাশ), এবং মো. মাহবুবে সুবহানী মারুফ (অফিসার)। এ সময় শাখা ব্যবস্থাপক মো. মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপক মনিরুজ্জামান-এর নির্দেশনায় আয়োজিত এই আয়োজন ছিল প্রাণবন্ত ও হৃদ্যতাপূর্ণ। সবার পক্ষ থেকে তিন কর্মকর্তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। বিসিএস উত্তীর্ণ হওয়ার খবরে শুধু সোনালী পরিবার নয়—সামাজিক যোগাযোগ মাধ্যমেও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকেই শুভেচ্ছা জানিয়ে লিখেছেন: “আপনাদের মেধা, নিষ্ঠা ও সততা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আপনারা হয়ে উঠুন দেশের গর্ব, নকলার গৌরব।”
এই গর্বের মুহূর্তে সোনালী ব্যাংক পিএলসি, নকলা শাখা হয়ে উঠেছে উৎসাহ, প্রেরণা ও সফলতার এক অনন্য উদাহরণ।